১০ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার, ০৮:৪০:২৬ অপরাহ্ন
সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো জনতা
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৫
সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো জনতা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে সোপর্দ করেছে।


রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে এলাকায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।  


আটককৃত সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।


পুলিশ জানায়, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। 


এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা সাব্বিরকে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে। 


শেয়ার করুন