গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে গত ৩ দিনে গ্রেফতার হলো ২৪৬ জন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর জেলার ৫টি থানায় গ্রেফতার ১২ জন। এর আগে ‘ডেভিল হান্ট’ অভিযানে মহানগর ও জেলা পুলিশ ৬৫ জন ও রোববার রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করা হয় এবং তাদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা আওয়ামী লীগের কর্মী।