০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৩:১৬:২২ অপরাহ্ন
আর্জেন্টিনাসহ ৬ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৫
আর্জেন্টিনাসহ ৬ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা

ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা। জুন মাসের বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে ছয়টি জাতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে সংস্থাটি। জরিমানার তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।


ফিফার শৃঙ্খলাপরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত দেশগুলো হলো— আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।


সবচেয়ে বড় শাস্তি পেয়েছে আলবেনিয়া। গত ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে সমর্থকদের নানা ধরনের অনিয়ম, বর্ণবাদী আচরণ, জাতীয় সঙ্গীতে বাধা সৃষ্টি এবং অশোভন বার্তা প্রদর্শনের কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৬১ হাজার ৫০০ সুইস ফ্রাঁ (প্রায় দুই লাখ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। পাশাপাশি আসন্ন একটি ম্যাচে ২০ শতাংশ আসনসংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে ফিফা।


বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শাস্তি।


১০ জুন বুয়েনস আয়ার্সে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সেই ম্যাচে লাল কার্ড দেখা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং তাকে ৫ হাজার সুইস ফ্রাঁ ব্যক্তিগত জরিমানা গুনতে হবে।

চিলিকে ১ লাখ ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য। কলম্বিয়া পেয়েছে ৭০ হাজার সুইস ফ্রাঁর জরিমানা, সার্বিয়া ৫০ হাজার এবং বসনিয়া-হার্জেগোভিনাকে ২১ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে একই অপরাধে।


ফিফা জানিয়েছে, শুধু শাস্তিই নয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি ফেডারেশনকে ‘প্রতিরোধ পরিকল্পনা’ জমা দিতে হবে।


এর আগে গত বছর বার্ষিক সাধারণ সভায় বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল ফিফা। সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থাগুলো সেই অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা।


শেয়ার করুন