২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার, ১২:০০:৫৫ পূর্বাহ্ন
ইংলিশদের ট্রফির মিশনে বড় ধাক্কা
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৫
ইংলিশদের ট্রফির মিশনে বড় ধাক্কা

রেকর্ড রান গড়েও ফল পক্ষে আসেনি ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির স্বপ্নে তাতেই লাগে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরুর পর চোট হানা দিয়েছে ইংলিশ শিবিরে। তারকা পেসারকে হারিয়েছে জস বাটলারের দল।


ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার ব্রাইডন কার্স। গ্রুপ বি-তে ইংল্যান্ডের এখনও দুটি ম্যাচ বাকি। তার মাঝেই চোটের উদ্বেগ। পায়ের আঙুলে চোট পেয়েছেন কার্স। তার বদলি একজন স্পিনারকে ডেকেছে ইংল্যান্ড।


কার্স বাদ যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টিকে থাকার ম্যাচে জেমি ওভারটনকে খেলাতে পারে বাটলারের দল। পেস ইউনিটের দায়িত্ব নিতে পারেন সাকিব মেহমুদ এবং গাস অ্যাটকিনসনের মতো পেসারেরা। পরের ম্যাচে দলেও আসতে পারে কয়েকটি পরিবর্তন।


কার্সের বদলি আসা রেহান মাহমুদ এখনও আইসিসির কোনো টুর্নামেন্টে খেলেননি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ম্যাচে বল হাতে ১০ উইকেট নিয়েছেন স্পিনার রেহান।


টুর্নামেন্টের শুরুতে জস ইংলিশের সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন কীর্তি গড়ে ইংল্যান্ডের ৩৫২ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। তাতেই কঠিন হয়ে পড়েছে বাটলারদের সেমির স্বপ্ন। আগামীকাল দুপুরে আফগানদের বিপক্ষে ইংলিশদের বাঁচা কি মরার লড়াই।


শেয়ার করুন