২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০৯:৫০:৫৫ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বেতার পরিদর্শন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২৫
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বেতার পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার, রাজশাহী ও রেডিও পদ্মা পরিদর্শন করেছে।  


রেডিও সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জনে বাংলাদেশ বেতার রাজশাহী ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম পরিদর্শন করে তারা।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে  শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং ফাতেমা তুজ জোহরার তত্ত্বাবধানে বিভাগের ৫ম ও ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা বেতার পরিদর্শন করে । এ সময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।


বেতার পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা রেডিও সম্প্রচার, সংবাদ পরিবেশন, প্রযোজনা প্রক্রিয়া ও সম্প্রচার প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।পাশাপাশি, তারা বাংলাদেশ বেতার এবং রেডিও পদ্মার সম্প্রচার কার্যক্রম ও গণমাধ্যমে তাদের ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেছেন।


বাংলাদেশ বেতার রাজশাহীর বার্তা বিভাগের পরিচালনা কাঠামো বার্তা বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান এবং ঘুরিয়ে দেখান বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন। এছাড়া বেতারের অনুষ্ঠান বিভাগের পরিচালনা কাঠামো এবং কিভাবে বেতারের অনুষ্ঠান পরিকল্পনা, রেকর্ড করা এবং সম্প্রচার করা হয়  সে বিষয়ে শিক্ষার্থীদের অবগত করেন বাংলাদেশ বেতার রাজশাহীর অনুষ্ঠান শাখার উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বেতারের ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি সর্ম্পকে ধারণা প্রদান করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক প্রকৌশলী শামস-আল-আরেফীন।

শেয়ার করুন