২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:৩৪:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে মাহি রাব্বানী ডালিয়া বাদশা বাচ্চু মাসুদের মনোনয়নপত্র বাতিল
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
রাজশাহীতে মাহি রাব্বানী ডালিয়া বাদশা বাচ্চু মাসুদের মনোনয়নপত্র বাতিল

রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এর মধ্যে রাজশাহী১ আসনে চিত্র নায়িকা মাহিসহ আওয়ামী লীগের বিদ্রোহী চার জনেরই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজশাহী-২ আসনে


রাজশাহী- ১(তানোর-গোদাগাড়ী) আসনে ১. ওমর ফারুক চৌধুরী – বৈধ ( ১০ লাখ ৫৮ হাজার ৫৬ টাকা পাওনা ) ২.আখতারুজ্জামান – অবৈধ ( ৯ জনের সঠিক তথ্য পাওয়া যায়নি ) ৩. গোলাম রাব্বানী – অবৈধ ( ৩ জনের ঠিকানা পাওয়া যায়নি) ৪.মাহি – অবৈধ ( ৩ টি ভোটারের নমুনা পাওয়া যাযনি। ১ জন ভোটার না। ললিতা মান্ডি নাচোরের ভোটার। তানোরের ভোটার না) ৫.জামাল খান দুদু – বৈধ ৬.আল সাদ – বৈধ ৭. ডালিয়া – অবৈধ ( ৭ টি সঠিক তথ্য পাওয়া যায়নি) ৮.নুরুনন্নেন্সা- বৈধ ৯.বশির আহমেদ – বৈধ ১০. মোহাম্মদ শামসুদ্দিন – বৈধ ১১. শামসুজ্জোহা – বৈধ।


রাজশাহী-েআসনে রাজশাহী ২ ১. বাদশা – বৈধ ২. শিবলী – বৈধ ৩. সাইফুল ইসলাম স্বপ্নন- বৈধ ৪.মোহাম্মদ আলী – বৈধ ৫. আবু রায়হান মাসুদ – অবৈধ ( ৮ টি তথ্য সঠিক না) ৬. কামরুল হাসান – বৈধ ৭. রেজাউন নবী আল মামুন – অবৈধ ( নমুনা স্বাক্ষর সঠিক নয়) ৮.মোহাম্মদ শামিম ( ৩ টা পর্যন্ত পেন্ডিং- সিটিএসবির রিপোর্টে ঋণখেলাপীর তথ্য ) ৯.শফিকুর রহমান বাদশা – অবৈধ ১০. ইয়াসির আলিফ বিন হাবিব – বৈধ ১১. মোহাম্মদ মনিরুজ্জামান – অবৈধ ( ৩ টি প্রতিষ্ঠানের আর্থিক ঋণ পাওয়া যায়) ১২. মোহাম্মদ শাহাবুদ্দিন – অবৈধ ১৩.মোহাম্মদ মারুফ শাহরিয়ার – বৈধ।


রাজশাহী ৩ আসনে ১. আসাদুজ্জামান আসাদ – বৈধ ২.এ কে এন মতিউর রহমান- পেন্ডিং ৩. মোহাম্মদ সইবুর রহমান – পেন্ডিং ৪.সোলায়মান হোসেন – বৈধ ৫. আবদুস সালাম- বৈধ ৬ বজলুর রহমান- বৈধ ৭. এনামুল হক – পেন্ডিং ৮. মোহাম্মদ মনিরুজ্জামান – অবৈধ ( পাওনা রয়েছে )  ৯. আয়েন উদ্দিন – বৈধ ১০.মোহাম্মদ শাহাবুদ্দিন – অবৈধ ১১. মোহাম্মদ নিপু হোসেন – অবৈধ (তালিকা অসম্পূর্ণ )।


রাজশাহী ৪ আসনে ১. মোহাম্মদ বাবুল হোসেন – অবৈধ ( নমুনা স্বাক্ষর সঠিক না ) ২ সাইফুর ইসলাম রায়হান – বৈধ ৩.জিন্নাতুন নেসা জিন্নাহ – পেন্ডিং ৪. মতিউর রহমান – পেন্ডিং ৫. মোহাম্মদ এনামুল হক – বৈধ ৬.আবু তালেব প্রমানিক – পেন্ডিং ৭.আবুল কালাম আজাদ- বৈধ।


রাজশাহী ৫ আসনে ১.মনসুর রহমান – বৈধ ২.মোখলেসুর রহমান – বৈধ ৩.আলতাফ হোসেন মোল্লা – ৪.আবদুল ওয়াদুদ – বৈধ ৫.শফিকুল ইসলাম – বৈধ ৬.শরিফুল ইসলাম – বৈধ ৭.ওবায়দুর রহমান – অবৈধ (১ টি নমুনা স্বাক্ষর সঠিক না, একটি মামলার তথ্য উপস্থাপন হয়নি )  ৮. আবুল হোসেন – বৈধ ৯. আহসান উল হক মাসুদ – অবৈধ ( তালিকায় গড়মিল, একটি মামলার তথ্য অসম্পুর্ণ )।


শেয়ার করুন