দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে বৃহস্পতিবার। ভারত ফেভারিট হলেও বিশেষ একটি কারণে বাংলাদেশের সুযোগ দেখছেন ইমরুল কায়েস। চোটের কারণে বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ না থাকায় ভারতের সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে টুর্নামেন্ট শুরুর আগেই। বুমরাহর অনুপস্থিতিকে নাজমুলদের জন্য সুযোগ হিসাবে দেখছেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দারুণ বোলিং আক্রমণ ও ব্যাটিং লাইনআপ নিয়ে খুবই শক্তিশালী দল ভারত। কিন্তু বুমরাহ এবার দলে নেই। আমরা জানি, গত দুই বছর ভারতের জন্য সে কী করেছে। তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য একটি সুযোগ।’
বুমরাহকে ছাড়াই সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে শক্তির গভীরতার প্রমাণ দিয়েছে ভারত। বিষয়টি মাথায় রেখে ইমরুলের সংযোজন, ‘এই মুহূর্তে ফিটনেস নিয়ে কিছুটা ভুগছে শামি। কিন্তু ছন্দ খুঁজে পেলে বাংলাদেশের জন্য বড় হুমকি হবে সে। সাকিব না খেলায় বাংলাদেশকে সংগ্রাম করতে হচ্ছে। সাকিব না থাকলে বাড়তি একজন স্পিনার খেলাতে হয়। এটাই বড় সমস্যা। যে কোনো ম্যাচে সাকিবের প্রভাব থাকে অবিশ্বাস্য। লিটনও দলে নেই। তবে সৌম্য ও তানজিদ হাসান ভালো করছে। আমার মতে, এই বিভাগে ভালো অবস্থানে আছে আমাদের দল।’
সাকিবের শূন্যতা পূরণের জন্য সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে ইমরুল, ‘মিরাজ যখন প্রথম দলে আসে, তখন থেকেই তার অবিশ্বাস্য সাহস। তার চরিত্রেই ফুটে ওঠে সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে কাউকে পরোয়া করে না। যে কোনো কিছু করে দেখাতে পারার বিষয়টি সে মন থেকে বিশ্বাস করে। সব পজিশনেই ব্যাট করতে পারে। ভারতের বিপক্ষে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে সে ওপেন করেছিল। সাকিবও যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। তাই আশা করা যায়, মিরাজ হয়তো সাকিবের শূন্যতা পূরণ করতে পারবে। তবে বোলিংয়ের দিক থেকে বাঁ-হাতি স্পিনার সাকিবকে মিস করবে বাংলাদেশ।’