ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার ফোন করে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তাদের আলোচনার ইস্যু ছিল শস্য রপ্তানি, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে আলোচনা এবং জ্বালানি সহযোগিতা। খবর আনাদোলুর।
এ সময় শস্য রপ্তানিতে সহযোগিতা করায় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
তুরস্কে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোয় জেলেনস্কিকেও ধন্যবাদ জানান এরদোগান।
আলোচনার পর টুইটারে জেলেনস্কি লিখেছেন, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপে শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রশংসা করেছি আমরা।
আমাদের শস্য রফতানিতে সহযোগিতার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আশ্বস্ত করেছি ইউক্রেন বিশ্বের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তাদানকারী হিসেবে থাকবে।
জেলেনস্কি আরও লিখেছেন, নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ গত বৃহস্পতিবার আরও ১২০দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাদের মধ্যস্থতায় আবার এর মেয়াদ বাড়লো।
জাতিসংঘ ও ইউক্রেন চেয়েছিল চুক্তির মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি করতে। কিন্তু শেষ পর্যন্ত ১২০ দিন পর্যন্ত মেয়াদ বাড়াতে সম্মতি পাওয়া গেছে।