২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৮:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে জলবায়ু পরিবর্তন বিরোধী শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৩
রাজশাহীতে জলবায়ু পরিবর্তন বিরোধী শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী

জলবায়ু পরির্বর্তনের জন্য আমরা দায়ী নয়, আমরা কেনো এর শিকার হবো, জলবায়ু পরিবর্তনের জন্য বড়রা দায়ী, বড়রা মিথ্যা বলছে। পৃথিবীকে আমাদের জন্য অনিরাপদ করছে। তাদের প্রৃতিশ্রতি বার বার ভঙ্গ করছে। শিশুরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাদের জন্য নিরাপদ এবং সুন্দর পৃথিবীর দাবি করেন।

আজ বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন বিষয়ক জলবায়ু সম্মেলন ( কপ-২৮) শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই ‘কপ-২৮’ সম্মেলনে বিশ্বের নেতা ও নীতিনির্ধারণীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি ও ঘোষণা করা হবে। জলবায়ু পরিবর্তন জলবায়ু সম্মেলনের নেতাদের প্রতি উদ্দেশ্য বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে শিশুরা জলবায়ু পবির্তনের বিরুদ্ধে নানা আয়োজন করছে। এরই অংশ হিসেবে আজ রাজশাহীর পবা উপজেলার সুতাহাটিতে শিশুদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিরোধী চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রং তুলির মাধ্যমে ছবি এঁকে এঁকে শিশুরা পৃথিবী, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ, প্রতিবেশ এবং সবুজ বাংলাদেশের ছবিগুলো আঁকেন।

শিশুরা ছবি তুলে ধরে বলেন জলবায়ু পবির্তনের জন্য আমরা শিশুরা দায়ী নই, বড়রা দায়ী, ধনী দেশগুলো দায়ী। আমাদের জন্য নিরাপদ পৃথিবী চাই। তৃতীয় শ্রেণীর রোজিনা(১০) বলেন- আমরা আমাদের পাঠ্য বইয়ে পরিবেশ বলতে চারপাশে যা কিছু আছে সবকিছুকে বুঝি, সবাই ঠিক না থাকলে আমরাও ভালো থাকবোনা. তাই পরিবেশ ভালো থাকলে আমাদের ভবিষৎও ভালো হবে। শিশুরা জলবায়ু পরিবর্তনে জন্য দায়ী কার্যক্রমগুলো বন্ধের দাবি জানান।  অনুষ্ঠানটি বরেন্দ্র ইয়ুথ ফোরাম, স্বচ্ছলতা এসোসিয়েশন ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত চিলেন স্বচ্ছলতা এসোসিয়েশন স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ মরিয়ম সুলতানা, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমনব্য়ক শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সাধারণ সম্পাদ সাবিত্রী হেমব্রম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যুব সংগঠন স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফারর্সী।


শেয়ার করুন