০১ মার্চ ২০২৫, শনিবার, ০৫:০৬:৪২ অপরাহ্ন
ইংল্যান্ড হারলেই বাড়তি ৩ কোটি টাকা পকেটে ঢুকবে শান্তদের
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৫
ইংল্যান্ড হারলেই বাড়তি ৩ কোটি টাকা পকেটে ঢুকবে শান্তদের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গল্পটা কেবলই হতাশার। এবারের আসরে কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে আপনি চাইলে এর মাঝেও ভালো কিছু খুঁজে বের করতে পারেন। কী সেটা? কোনো ব্যক্তিগত ক্রিকেটারের পারফরম্যান্স? না, তা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করাটাই একরকম বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। কেননা, এর সঙ্গে যে সম্মান ও মোটা অংকের অর্থও জড়িয়ে।


চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ তে কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ খেলতে পারেনি নিজেদের শেষ ম্যাচ। বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে নাজমুল শান্তর দলকে। আর সেই সুবাদে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। এখন সুযোগ আছে গ্রুপ ‘বি’ তে থাকা ইংল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ারও। আর সেটা হলে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান দাঁড়াবে ৬ নাম্বার। আর তাতেই বাড়তি ৩ কোটি টাকা পকেটে ঢুকতে পারে শান্তদের।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ জিতেনি ইংলিশরা। আজ দলটির প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের সেমিতে যাওয়া প্রায় নিশ্চিত। এই অবস্থায় প্রথম দুই ম্যাচে হেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জশ বাটলার। যা নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা দলটির জন্য।


এই অবস্থায় শেষ ম্যাচে ইংল্যান্ড হেরে বসলে দলটির অবস্থান দাঁড়াবে টুর্নামেন্টে সবার শেষে। অর্থাৎ ৮ নম্বরে। আর সেটি হলেই বাড়তি কিছু টাকা পাবে বাংলাদেশ।


আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল সমান প্রাইজমানি পাবে। সেই অংকটা ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। আর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।


প্রাইজমানি অনুযায়ী, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ ষষ্ঠ স্থানে যেতে পারলে আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। টুর্নামেন্টে বিদায় নিশ্চিত করে দেশে ফেরা শান্তর দলের জন্য বিষয়টি নিশ্চয় তৃপ্তিদায়কও বটে।


শেয়ার করুন