০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ০৫:১৫:৪৫ অপরাহ্ন
রোহিতের মাথাব্যথা বাড়াচ্ছেন দলের গুরুত্বপূর্ণ তারকা
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৫
রোহিতের মাথাব্যথা বাড়াচ্ছেন দলের গুরুত্বপূর্ণ তারকা

প্রতিভার জোরে সুযোগ পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। সদ্ব্যবহারও করেছেন দারুণভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ খেলেই করেছেন বাজিমাত। এখন তাকে নিয়েই যত চিন্তা। বেঞ্চ গরম করে বসা বরুণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের।


কাকে বাদ দেই, কারে রাখি দলে—মধুর দোটানায় পড়ে গেছেন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল নিশ্চিতের মহারণের আগে তবে সেরা দল সাজাতে চায় ভারত। রোহিত ইঙ্গিত দিয়েছেন স্পিননির্ভর দলই গড়বে তারা।


তার আগে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে বরুণ। বেঞ্চ থেকে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নেন ফাইফার। কিউইদের ধসিয়ে দিতে ছিলেন দুর্দান্ত। তারপর থেকেই প্রশ্ন ঘুরছিল, এই বরুণকে বাদ দেবে কি ভারত? রোহিত অবশ্য সোমবার দিয়েছেন কৌশলী উত্তর।


অজিদের বিপক্ষে সেমির মহারণের আগে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘বরুণের পারফরম্যান্স ভালো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওর মধ্যে আলাদা বিষয় রয়েছে। দেখতে চেয়েছিলাম সে কী করতে পারে। এবার আমাদের ভাবতে হবে পরের ম্যাচে কী করব। এরকম মাথাব্যথা থাকা ভালো। তবে তার বল পড়া খুব কঠিন।’


দলের বাকি বোলাররা ভালো করছিলেন। কিন্তু হার্ষিতকে বিশ্রাম দেওয়ার কারণ বরুণকে স্রেফ বাজিয়ে দেখা। সেই বাজিয়ে দেখতে গিয়ে বরুণকে পেয়েছেন নতুন রূপে। ভারতকে সেদিন জিতিয়ে নায়কও বনে গেছেন বরুণ। রোহিতও তাই বরুণকে স্তুতি শুনিয়েছেন, ‘শুধুমাত্র প্রতিভার কারণেই বরুণকে দলে নেওয়া হয়েছে। গত দুই তিন বছরে অনেক ম্যাচ খেলেছে। সে ঘরোয়া ক্রিকেট, আইপিএল বা ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচই হোক। তাই এখন নিজের বোলিং অনেক ভাল বুঝতে পারে।’


দুবাইয়ের কন্ডিশন আর স্পিন সহায়ক উইকেটে ভারত যে স্পিনবান্ধব দল গড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এক পেসার নিয়ে আজ বিকাল তিনটায় নামতে পারেন রোহিত ব্রিগেড। একাদশে বরুণের থাকাও একপ্রকার নিশ্চিত।


শেয়ার করুন