০৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ০২:১৭:৪৪ অপরাহ্ন
ফুটবলে বড় ম্যাচের রাত আজ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
ফুটবলে বড় ম্যাচের রাত আজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে দুর্দান্ত ছিল লিভারপুল, বার্সেলোনা, ইন্টার মিলান ও বায়ার লেভারকুসেন। সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে চার দল। আজ রাতে মাঠে নামছে দলগুলো। সবগুলো ম্যাচই পেয়েছে বড় ম্যাচের তকমা। যার কারণে ফুটবল ভক্তদের চোখ থাকবে ম্যাচগুলোর ওপর।


লিভারপুল বনাম পিএসজি


চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের সবার ওপরে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সবার ওপরে আছে দ্য রেডর্সরা। যেখানে তাদের ধারের কাছেও নেই কেউ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ১৫ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করা পিএসজিকে খেলতে হয়েছে প্লে অফ। সেখানে তাদেরই লিগের প্রতিপক্ষ ছিল ব্রেস্ট। স্বদেশি ক্লবটিকে দুই লেগে ১০ গোলে উড়িয়ে রাউন্ড ষোলো নিশ্চিত করেছে পিএসজি। তবে শক্তিমা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় পিএসজি থেকে ডের এগিয়ে আছে ইংলিশ ক্লাব লিভারপুল।


প্রথম লেগের ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মাঠে নামবে লিভারপুল। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত মোট দুই বার মুখোমুখি হয়েছে এ দুই দল। সেখানে একটি ঘরে জয় দুই দলের। ২০১৮-১৯ মৌসুমেই দুই বার মুখোমুখি হয়েছে তারা। সেখানে প্রথম ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারায় লিভারপুল। তবে দ্বিতীয় ম্যাচে দ্য রেডর্সদের ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। আজ তাদের এগিয়ে যাওয়ার লড়াই।


বার্সেলোনা বনাম বেনফিকা


এবারের আসরে শিরোপা অন্যতম দাবিদার হ্যান্সি ক্লিকের দল। সেই সঙ্গে দুর্দান্ত সময়ও কাটাচ্ছেন লেভানন্দভস্কি-রাফিনিয়া ও ইয়ামলরা। চলতি আসরে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে আছেন পোলিশ তারকা লেভানন্দভস্কি। রাউন্ড ষোলোর প্রথম লেগের ম্যাচে আজ রাত ২টায় পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনফিকার ঘরের মাঠে। প্রথম পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছে এই দুই দল। ৯ গোলের থ্রিলারের ম্যাচে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে ফ্লিকের শিষ্যরা। তার কারণে পর্তুগিজ ক্লাবটি বার্সা হারিয়ে সেই প্রতিশোধ নিতে।


যদিও চ্যাম্পিয়নস লিগে অতীতের পরিসংখ্যানে দুইবারের চ্যাম্পিয়নস বেনফিকার চেয়ে এগিয়ে আছে পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১০ দেখায় কাতালানদের ৪ জয়ের বিপরীতে পর্তুগিজ ক্লাবটির জয় দুটি ম্যাচে। বাকি চারটি ম্যাচ ড্র হয়। যদিও বেনফিকার বিপক্ষে বার্সার আছে হতাশার স্মৃতি। ১৯৬০-৬১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্প্যানিশ জায়ান্টাদের হারিয়ে শিরোপা জিতেছিল বেনফিকা। যা ছিল তাদের চ্যাম্পিয়নস লিগে সবশেষ শিরোপা।


বায়ার্ন মিউনিখ বনাম বায়ার লেভারকুসেন


গেল রাতে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বি দেখেছিল ফুটবল বিশ্ব। আজ রাতে দেখা যাবে 'জামার্ন ডার্বি'। জামান লিগ বুন্দেসলিগায় গেল আসরে ইতিহাস গড়ে শিরোপা জিতেছিল লেভারকুসেন। সেখানে জাতি আলোনসোর দলের ধারের কাছে ছিল না কেউই। চ্যাম্পিয়নস লিগে চলতি আসরে নিজেদের সামর্থের প্রমাণ দিয়ে সরাসরি রউন্ড ষোলো নিশ্চিত করছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ১২ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করা বায়ার্ন খেলতে হয়েছে প্লে অফ।


সেখানে সেল্টিককে হারিয়ে শেষ যোলেতে খেলার যোগ্যতা অর্জন করেছে হ্যারি কেইন-জামাল মুসিয়ালারা। আজ রাত ২টায় প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে লেভারকুসের বিপক্ষে মাঠে নামবে ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। যদিও এর আগে কখনোই চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়নি এই দুই দল। সাম্প্রতি পারফরম্যান্সের বিবেচনায় বায়ার্ন মিউনিখ থেকে কিছুটা এগিয়ে আছে লেভারকুসেন। তবে মঞ্চটা যখন চ্যাম্পিয়নস লিগ তখন অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবে বায়ার্ন মিউনিখ।


ইন্টার মিলান-ফেইনুর্ড


ইতালির তিন দল থেকে ইতিমধ্যে বাড়ি ফিরেছে দুদল। শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে শুধু ইন্টার মিলান। প্লে অফে এই ফেইলুর্তের কাছে হেরেই বাড়ি ফিরেছে এসি মিলান। এবার তাদের ইন্টার মিলান বধ করার মিশন। আজ রাত ১১ টা ৪৫ মিনিটে নিজেদের ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে ফেইনুর্ড। পারফরম্যান্স বিবেচনায় ডাচ ক্লাবটির চেয়ে এগিয়ে আছে ইন্টার মিলান। যদিও চ্যাম্পিয়নস লিগে এর আগে মুখোমুখি হয়নি দুই দল।


শেয়ার করুন