০৯ মার্চ ২০২৫, রবিবার, ১১:১৪:১১ অপরাহ্ন
ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৫
ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। এরপর রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 


এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সরকারের নীরব ভূমিকা আমারা খেয়াল করেছি। এর প্রতিবাদে আমরা আজকে প্রতীকী অবরোধ করেছি। ধর্ষণের ঘটনাগুলোয় জড়িত ধর্ষকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধ করে সারা দেশ অচল করে দিব।


এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিনই ধর্ষণের মতো ঘটনা ঘটতে দেখছি। মাগুরায় এবং গাজীপুরে শিশুকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। একটি রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিককে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।


আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে বিচার না করলে আমরা আরো কঠোর আন্দোলনের ডাক দিব।’


শেয়ার করুন