২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:১৩:৩৭ পূর্বাহ্ন
৪ পৌরসভা ও ১৫ ইউনিয়নে ভোট চলছে
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
৪ পৌরসভা ও ১৫ ইউনিয়নে ভোট চলছে

দেশের চারটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। 

মেয়াদোত্তীর্ণ এই পৌরসভা ও ইউনিয়নগুলোতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

একইসঙ্গে হচ্ছে তিন পৌরসভা, দুই উপজেলা, ৩৩ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচন।

নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এসব পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন নির্বাচনি এলাকাগুলোয়।

জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হচ্ছে। শূন্য পদে উপ-নির্বাচন রয়েছে তিনটি পৌরসভায় ও দুই উপজেলায়।

এছাড়া ১৫টি ইউপির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপ-নির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে।

দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

শেয়ার করুন