১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ০২:৪৬:৩৯ পূর্বাহ্ন
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৫
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

রাজশাহীর দুর্গাপুরে জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বেলঘরিয়া হিন্দু পাড়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের অপরাধে  থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন। 


রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে ভুমি সুরক্ষা আইনে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা  রুজু করা হয়। কৃষি জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসনের এমন কঠোর  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। 


এজাহার নামীয় আসামিরা হলেন, পুকুর খনন চক্রের হোতা  দুর্গাপুর বাজার এলাকার রবিউল ইসলাম,  জাকির হোসেন বাবলু ও চৌপুকুরিয়া গ্রামের মিনারুল। এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ৩ জনের বিরুদ্ধে  থানায় নিয়মিত মামলা হয়েছে। এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, জনস্বার্থে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান ও নিয়মিত মামলা চলমান রয়েছে। পরিবেশ ও কৃষকদের স্বার্থে পুকুর খননকারী চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন