০৫ এপ্রিল ২০২৫, শনিবার, ০৫:১৩:০৪ পূর্বাহ্ন
রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৫
রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে যুবকের মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রণশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।

নিহতরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৩) ও একই গ্রামের আমিনুল ইসলাম (৩১)। রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই পাশাপাশি।

এ সময় বিক্ষুদ্ধ জনতার হামলায় দুই পুলিশ আহত হন। যাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি তৌহিদুল ইসলাম বলেন, আবদুর রাজ্জাক রণশিবাড়ি বাজারে নজরুলের দোকানে বসে চা পান করছিলেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে আমিনুল ইসলাম ছুরি হাতে হঠাৎ দোকানে ঢুকে আবদুর রাজ্জাককে আঘাত করেন। এতে রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


আমিনুল তখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে।

এক পর্যায়ে আমিনুল রণশিবাড়ি গ্রামের আবদুর রশিদের বাড়ির একটি ঘরে আশ্রয় নেন। ক্ষুব্ধ লোকজন বাড়িটি ঘিরে রাখেন।

খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।


সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষুব্ধ লোকজন ওই ঘরের দরজা ভেঙ্গে ভেতরে থাকা আমিনুলকে বাইরে বের করে পিটুনি দেয়।

এতে বাধা দিলে এসআই সাদিকুল ইসলামসহ দুই পুলিশ আহত হন।

পুলিশের বাধা উপেক্ষা করে উত্তেজিত জনতা আমিনুলকে পিটিয়ে মারেন।

বাঘমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মানিক হোসেন বলেন, “বৃহস্পতিবার কোনো একটি বিষয় নিয়ে গ্রামের এক নারীকে মারধর করেন আমিনুল। পরে ওই নারী রাজ্জাককে সঙ্গে নিয়ে থানায় আমিনুলের বিরুদ্ধে জিডি করেন। এতে রাজ্জাকের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন আমিনুল।”

শেয়ার করুন