২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:০৪:৫৯ পূর্বাহ্ন
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৩
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে পরিচ্ছন্নতাকর্মী পোলান (৫২) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এবং আরও দুই জন আহতের ঘটনা ঘটেছে। নিহত পোলান বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বানেশ্বর বনিক সমিতির সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পোলান বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলো। আজ ভোরে নাটোর-রাজশাহী সড়কের বানেশ্বর হাটে অভিমুখে যাচ্ছিল, পিছন থেকে নাটোর থেকে রাজশাহীগামী ট্রাক এসে ধাক্কা দিলে রাস্তার উপর পরে গিয়ে সে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় জনসসধারণ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন এবং চিকিৎসা চলাকালে সে মারা যায়।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্রাকটি(ঢাকা মেট্রো ট-২৪-৫৪৭৯) আটক করেন। গুরুতর আহত পোলান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুই জন আহত হয়েছে তাদের নাম ঠিকানা জানাযায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন