২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:১৬:২৩ পূর্বাহ্ন
বেলারুশ থেকে ইউক্রেনে মিসাইল হামলা
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২২
বেলারুশ থেকে ইউক্রেনে মিসাইল হামলা

বেলারুশ থেকে ইউক্রেনের কিছু অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেলারুশ থেকে ২৫টি মিসাইল ছোঁড়া হয়েছে। এমন সময় বেলারুশ থেকে হামলার ঘটনা ঘটল যখন রুশদের হাতে দখলকৃত নিজেদের দক্ষিণ দিকের অঞ্চলগুলো পুনর্দখল করার ইউক্রেনের মিশন বেগবান হচ্ছে।

ইউক্রেনের কর্মকর্তা এবং বেলারুশের বিরোধী দলগুলো জানিয়েছে, বেলারুশ থেকে মিসাইল ছোঁড়া হয়েছে চেরনিহিভে। এই চেরনিহিভ শহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে খুব বেশি দূরে অবস্থিত না। 

বেলারুশ থেকে ছোঁড়া রুশ বাহিনীর মিসাইল রাজধানী কিয়েভের বাইরের কিছু অঞ্চল এবং ঝাইতোমির নামক অঞ্চলেও আঘাত হেনেছে। 

চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলাভ চাউস বলেছেন, নয়টি মিসাইল হোনচারিভস্কা গ্রামের কাছে পড়েছে। তাছাড়া কিছু মিসাইল পড়েছে জঙ্গলের ভেতর। 

এদিকে কিয়েভের কাছাকাছি রাশিয়া এমন সময় হামলা চালাল যেদিন ইউক্রেন প্রথমবারের মতো স্টেটহুড দিন উদযাপন করছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, অস্থির সকাল। আবারো-মিসাইল সন্ত্রাস, আমরা ছাড় দেব না, আমরা ছাড় দেব না। আমাদের ভয় দেখাবেন না। ইউক্রেন একটি স্বাধীন, মুক্ত, অবিভাজ্য দেশ এবং এটি সব সময় এমনই থাকবে।  

শেয়ার করুন