১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:০২:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৫
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম স্বরণকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার উপজেলার কান্দ্রা গ্রামের মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে।


তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।


পুলিশ জানায়, নাশকতামূলক কাজ পরিচালনা করতে ছাত্রলীগ নেতা স্বরণ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন বলে ধারণা করা হচ্ছে।


পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘স্বরণ তার দলের নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করা হয়েছে।


শেয়ার করুন