২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০১:৫৩:২১ পূর্বাহ্ন
ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে সাজা
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৪
ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে সাজা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫৮ জনকে ১ মাসের সাজা দিয়েছে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল।


এর আগে সোমবার সকালে ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে র‌্যাব–৩। এ সময় ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করা হয়।


অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল থেকে অভিযান শুরু করে র‌্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এছাড়া হাসপাতালে আসার কারণও তারা বলতে পারেননি।


অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


শেয়ার করুন