১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৮:১৪ পূর্বাহ্ন
আওয়ামী লীগ কখনো অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি-মেয়র লিটন
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২২
আওয়ামী লীগ কখনো অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি-মেয়র লিটন

রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে জেলা-উপজেলায় সম্মেলন করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হচ্ছে।

বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি আরো বলেন, গত ১৩ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ দেশে ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান। যারা এক সময় পদ্মা সেতু নিয়ে বিরুপ মন্তব্য করেছিল আজ তারা বুঝতে পেরেছে বঙ্গবন্ধুর কন্যা মুখে যা বলেন, কাজে তা প্রমান করেন।

খায়রুজ্জামান লিটন বলেন, দেশে দুই ধারার রাজনীতি বিদ্যমান। এক ধারা আমরা মহান মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, অন্যদিকে স্বাধীনতাবিরোধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নির্বাচন যখন সামনে আসছে, তখন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতার বিরুদ্ধে বিএনপি-জামায়াত নানাভাবে নানা কথা বলছে।

চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, গত কয়েক দিন আগে চারঘাটের একজন মুর্খ, সন্ত্রাসী, হত্যা মামলার আসামী চাঁদ আওয়ামীলীগ নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন জনগনের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছেন। আমি বলতে চাই সেই কুলাঙ্গা এখনও কিভাবে চারঘাটে ঘুরে বেড়ায়।

মনে রাখবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেন, আজ দেশ সন্ত্রীদের হাত থেকে রক্ষা পেয়েছে। শেখ হাসিনা আছেন বলেই রাতে আরাম আয়েশে ঘুমাতে পারছেন। শেখ হাসিনা না থাকলে দেশে বিএনপি-জামায়াত আবারো ২০০১ সাল থেকে ২০০৬ সালের মতো দেশকে সন্ত্রাসীদের অভায়ারন্যে পরিনত করবে। আবারো তৈরী হবে হাওয়া ভবন।

সম্মেলনে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, চারঘাটের কুলাঙ্গার আবু সাঈদ চাদ আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির কারনে চারঘাট-বাঘায় তাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। তাকে চারঘাট-বাঘার মাটিতে আর কোন ধরণের ছাড় দেয়া হবে না। যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।

সম্মেলনে উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। সম্মেলনে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও বিএমডিএ চেয়ারম্যানসাবেক এমপি বেগম আখতার জাহান, সংরক্ষিত আসনের সাংসদ আবিদা আনজুম মিতা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, চারঘাট-বাঘার সাবেক সাংসদ আলহাজ রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সম্মেলন মঞ্চেই দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে চারঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে উপজেলা চেয়ারম্যান আলহাজ ফকরুল ইসলাম বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। এবড়াও যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগৈর সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন