১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৪:০৬:০১ অপরাহ্ন
তানোরে খেলার মাঠ দখলের অপচেষ্টা, গ্রামবাসীর প্রতিবাদ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৫
তানোরে খেলার মাঠ দখলের অপচেষ্টা, গ্রামবাসীর প্রতিবাদ

রাজশাহীর তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২) সকাল ১১টায় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজ।


কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শতাধিক মানুষ, বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং পেশাজীবীরা। সংহতি জানিয়ে কর্মসূচিতে সহযাত্রী হিসেবে অংশ নেয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন 'স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা' ও উন্নয়ন গবেষণাধর্মী সংগঠন 'ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)'।


মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মো. হারুন-অর-রশিদ এবং সঞ্চালনায় ছিলেন স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনি। বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু, ইয়্যাস-এর সভাপতি মো. শামীউল আলীম শাওন, সদস্য হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা আলম প্রামাণিক প্রমুখ।


বক্তারা বলেন, “খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ ধারা অনুযায়ী মাঠের শ্রেণি পরিবর্তন ও অন্য ব্যবহার আইনবিরুদ্ধ। অথচ এই আইন অমান্য করে ঐতিহ্যবাহী মাঠে ভবন নির্মাণের অপচেষ্টা চলছে, যা আমরা ঘোরতরভাবে প্রতিবাদ করছি।”


তারা আরও বলেন, “শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ এবং সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার বিকল্প নেই। তাই উন্নয়নের নামে মাঠ ধ্বংস না করে, বিকল্প জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হোক।”


সমাবেশ শেষে ঘোষিত হয় নতুন কর্মসূচি। আগামীকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মাঠ থেকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে লং মার্চ ও শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন।

শেয়ার করুন