২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৯:৪৫:০০ অপরাহ্ন
৪৪তম বিসিএসের ২২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৫
৪৪তম বিসিএসের ২২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত

বর্তমানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। এ পরীক্ষায় অংশ নেওয়া অনেক প্রার্থীই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায়ও অংশ নিচ্ছেন। দুটো পরীক্ষা একইসময়ে পড়ায় বিরম্বনায় পড়েন এসব প্রার্থীরা। এরপর তারা আগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পিএসসির কাছে আবেদন করেন।


মোট ২২২ জন প্রার্থীর এ ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু তাদেরই মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 


মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন ও শুধুমাত্র সাধারণ ক্যাডারের ১৮৭ জন প্রার্থী ই-মেইলের মাধ্যমে মৌখিক পরীক্ষা স্থগিত রাখার আবেদন করেন। তাদের আবেদন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পিএসসি আরও জানিয়েছে, স্থগিত হওয়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে পিএসসির নিজস্ব ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd/ প্রকাশ করা হবে।


জানা গেছে, আগামী ৮ মে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষার অনেক প্রার্থী বর্তমানে ৪৪তম বিসিএসের ভাইভা পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফলে তারা সময়সূচির সমন্বয় চেয়ে আন্দোলন করেন এবং দাবি জানান, যেন তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন।


প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি জানায়, যদি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারও ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে যায়, তাহলে তার মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হবে।



শেয়ার করুন