২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:১২:১৯ পূর্বাহ্ন
গাজীপুরে অস্থায়ী বাজারের ইজারাদারদের সঙ্গে হকারদের সংঘর্ষ, আহত ২০
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
গাজীপুরে অস্থায়ী বাজারের ইজারাদারদের সঙ্গে হকারদের সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের শ্রীপুরে ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে মাওনা চৌরাস্তা এলাকায়। বন্ধ রয়েছে ফুটপাতের সব দোকানপাট। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।


শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।


মাওনা অস্থায়ী বাজারের ইজারাদার মো. কাজল ফকির বলেন, ‘সরকারের কাছ থেকে যথাযথ রাজস্ব দিয়ে বাজারের বৈধ ইজারা নিয়ে খাজনা ওঠানো হচ্ছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুটপাতের দোকানিরা খাজনা ওঠানোর সময় আমার এক লোককে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। শুক্রবার আবার খাজনা ওঠাতে গেলে ভাড়াটে সন্ত্রাসী জাহিদের নেতৃত্বে আমার লোকদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় হকারেরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে আমাদের ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে নজরুল ইসলাম ব্যাপারী, আশিক ও ইমরান গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।’



নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের এক দোকানি বলেন, ‘আমরা বহু বছর ধরে মাওনা চৌরাস্তার ফুটপাতে ব্যবসা করে আসছি। কোনো দিন খাজনা দিতে হয়নি। হঠাৎ করে কয়েক দিন ধরে আমাদের টাকার পরিমাণ উল্লেখ ছাড়া রসিদ ধরিয়ে দিয়ে খাজনা আদায় করছে। কিছু কিছু দোকানি খাজনা দিতে চাচ্ছে না। এ নিয়ে কথিত ইজারাদার ও দোকানিদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে কয়েক দিন ধরেই। শুক্রবারও খাজনা আদায় করতে গেলে অতিরিক্ত খাজনা বন্ধ করতে বললে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।’



হকারদের পক্ষে নেতৃত্ব দেওয়া জাহিদ হোসেনের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিজন মালাকার বলেন, যেসব আহত ব্যক্তিরা হাসপাতালে এসেছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারে কাজল ফকির নামের এক ব্যক্তিকে বৈধ ইজারা দেওয়া হয়েছে। যারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 


শেয়ার করুন