করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
ওই ১৬টি দেশ হচ্ছে— লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।
গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এ তথ্য জানিয়েছেন বলে সৌদি গেজেটের খবরে বলা হয়।
জাওয়াজাত জানিয়েছে, যেসব সৌদি নাগরিক অনারব দেশগুলো ভ্রমণ করতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি থাকতে হবে।
জাওয়াজাতের টুইটার অ্যাকাউন্টে সৌদি নাগরিকদের বিদেশ ভ্রমণের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আরব দেশগুলোতে ভ্রমণের জন্য পাসপোর্টের মেয়াদ তিন মাসের বেশি হতে হবে। এছাড়া যারা অন্যান্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) দেশগুলো ভ্রমণ করবেন, তাদের জাতীয় পরিচয়পত্রের বৈধতা অবশ্যই তিন মাসের বেশি হতে হবে।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে।
সৌদির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।