২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:১৪:৫০ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে আমন ধানের চারার হাট
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে আমন ধানের চারার হাট

কুমিল্লা-মিরপুর সড়কের পাশে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজার। সেখানে প্রতি রোববার ও বৃহস্পতিবার বসে আমন ধানের চারার হাট। এ হাটে চারা কিনতে আসেন আশপাশের বিভিন্ন উপজেলার কৃষকেরাও। 


স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় শ্রাবণের প্রথম থেকে আমন ধান রোপণ শুরু হয়। তবে এ বছর অধিকাংশ কৃষক আউশ ধান কেটে আমন ধান রোপণ করছেন। এ জন্য কিছুটা দেরিতে শুরু হচ্ছে আমন ধান রোপণ। এদিকে বৃষ্টির কারণে বীজতলার ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেক কৃষক। এসব কৃষদের বড় ভরসা এখন সাহেবাবাদের আমন ধানের চারার হাট। 


সাহেবাবাদ বাজারে ধানের চারা বিক্রি করতে আসা রামনগরের কৃষক হান্নান মিয়া বলেন, ‘আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করেছিলাম। পরে ১৫ শতক জমিতে ধানের চারা করি। আমি ১২০ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। এ ছাড়া ৫ হাজার টাকার চারা বিক্রি করেছি। আরও ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারব।’ 


শেয়ার করুন