২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:০৯:২৮ অপরাহ্ন
করোনায় মৃত্যুহীন দিনে আরও ৩৮ রোগী শনাক্ত
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২২
করোনায় মৃত্যুহীন দিনে আরও ৩৮ রোগী শনাক্ত

দেশে একদিনে আরও ৩৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যুর সংবাদ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৩০৬ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৪৩০ জনে রয়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় চলমান ৮৮৩টি পরীক্ষাগারে তিন হাজার ১৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ১২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৩৯০ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৩৫ জন ঢাকার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে দুজন এবং ময়মনসিংহে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি ৬১ জেলায় কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি গত এক দিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

শেয়ার করুন