০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৩:১৩:২১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের পানি আর অন্য দেশে যাবে না: মোদি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের পানি আর অন্য দেশে যাবে না: মোদি

আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের পানি আর অন্য দেশে যাবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৬ মে) এক বক্তব্যে মোদি বলেন, ‘এখন ভারতের পানি ভারতের জন্যই বয়ে যাবে। ভারতের জন্যই সংরক্ষিত থাকবে এবং ভারতের অগ্রগতির জন্যই ব্যবহৃত হবে।’ খবর বিবিসি


যদিও মোদি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে দুই সপ্তাহ আগেই ভারত তাদের ৬৫ বছর পুরনো পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতেই এ বক্তব্য এল।


গত মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।


ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত কয়েকটি নদীর পানি দেশটির প্রায় ৮০% কৃষিজমিতে সরবরাহ হয়। পাকিস্তানের শীর্ষ নেতারা এর আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পানি প্রবাহ বন্ধের যে কোনো চেষ্টা ‘যুদ্ধের শামিল’ হিসেবে গণ্য করা হবে।


১৯৬০ সালে স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তির (আইডব্লিউটি) অধীনে ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্দাস অববাহিকার ছয়টি নদীর পানি বণ্টন হয়ে থাকে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে দুই-দুইবার যুদ্ধ হলেও চুক্তিটি টিকে ছিল। আন্তর্জাতিক জলসীমা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছিল।


কাশ্মীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত। পানি চুক্তি স্থগিতের ঘোষণা তারই অংশ।


তবে কীভাবে অতিরিক্ত পানি ব্যবহার করা হবে তা মোদি বিস্তারিত বলেননি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এসব পানি সংরক্ষণে আরও বাঁধ, জলাধার ও হ্রদ নির্মাণের প্রয়োজন হবে, যা সময়সাপেক্ষ।


পানি ইস্যুতে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র দুই দেশের প্রতি শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যেতে এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানাই।’ 


শেয়ার করুন