১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৮:৪১ অপরাহ্ন
আবার সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দিবে ভারত: মোদি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৫
আবার সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দিবে ভারত: মোদি

পাকিস্তানকে সর্তক করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের উদ্দেশ্য স্পষ্ট, যদি আরেকটি আক্রমণ হয়, ভারত উপযুক্ত জবাব দেবে। যেমনটা জবাব দিয়েছিলাম ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের উরি-তে সেনাঘাঁটির ওপর সন্ত্রাসী হামলার পর এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলার মাধ্যমে। খবর এনডিটিভি।


মঙ্গলবার (১৩ মে) পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে এ কথা বলেন তিনি।


নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে যে, ভারতের দিকে চোখ তোলার একটিই পরিণতি- ধ্বংস ও মহাবিনাশ।


বিমান বাহিনী সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। শত্রুকে বারবার মনে করিয়ে দিতে হবে যে, তারা এখন এক নতুন ভারতের সঙ্গে মোকাবিলা করছে।


‘আমরা ঘরে ঢুকে মারর’ উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের জবাব দিয়েছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী একসঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে। আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি—পাকিস্তানে এমন কোনো জায়গা নেই, যেখানে সন্ত্রাসীরা শান্তিতে থাকতে পারে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল, সেটি সত্যি নয়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই অবতরণ করেছে এবং মোদি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন। মোদি তার এক্স অ্যাকাউন্টে আদমপুর ঘাঁটি সফরের কয়েকটি ছবি প্রকাশ করেছেন।


মোদি এক্সে আদমপুর ঘাঁটিতে যাওয়ার ব্যাপারে বলেছেন, ‘আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সাথে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সাথে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ।’


শেয়ার করুন