২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১২:৪৩ অপরাহ্ন
কম্পিউটার অপারেটর ইউসুফ আহমেদের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
কম্পিউটার অপারেটর ইউসুফ আহমেদের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনে পরিবহন শাখার এসফল্ট মিক্সিং প্ল্যান্টে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ইউসুফ আহমেদের (৪৭) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোঃ ইউসুফ আহমেদ স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাদ এশা হেতেমখাঁ বড় মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন