১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ০৯:৪৩:০৯ অপরাহ্ন
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২৫
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ। লাহোরে পাকিস্তানের বিপক্ষে গত রাতে শেষ টি-টোয়েন্টিতে সফরকারীরা হেরেছে সাত উইকেটে। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে লিটন দাসের দল। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ।


এর আগে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জেতার পর শেষ দুটি হেরেছিল তারা।

গতকাল অবশ্য আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৪২) ও পারভেজ হোসেন ইমনের (৬৬) ১১০ রানের জুটির পর সংগ্রহটা আরো বড় হতে পারত। তা হয়নি এই দুই ওপেনারের বিদায়ের পর অন্য ব্যাটারদের ব্যর্থতায়।


দারুণ শুরুটা টেনে নিতে পারেননি লিটন-তাওহিদ হূদয়রা। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা অবশ্য বাংলাদেশের উল্টো হয়েছিল। 

স্বাগতিকরা শুরুতে হারায় সাহিবজাদা ফারহানের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৯২ রান যোগ করেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।


সাইম ৪৫ রান করে আউট হলে এই জুটি ভাঙে। আরেক প্রান্তে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন হারিস। তাঁর সঙ্গে যোগ হন হাসান নাওয়াজও। নাওয়াজ ২৬ রান করে আউট হয়ে গেলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হারিস। তিনি ৮ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ১০৭ রান করেন।


শেয়ার করুন