২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:০১:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৬ শতাংশ, উদ্বিগ্ন চিকিৎসকরা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৫
রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৬ শতাংশ, উদ্বিগ্ন চিকিৎসকরা

গত ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪০টি নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে করে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ শতাংশ, যা চিকিৎসকদের মতে উদ্বেগজনক।


তবে এখন পর্যন্ত অধিকাংশ রোগীর ক্ষেত্রে তীব্র শারীরিক জটিলতা দেখা না গেলেও চিকিৎসকরা সতর্ক করছেন, নতুন ভ্যারিয়েন্টটি যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে। বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি হতে পারে ঝুঁকিপূর্ণ।


রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ৩০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে একজন রোগী ভর্তি রয়েছেন।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পরিবারের একাধিক সদস্যের মধ্যে জ্বর, সর্দি বা কাশি দেখা দিলে বয়স্ক সদস্যদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। তারা আরও বলেন, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই হতে পারে এই মুহূর্তে সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়।


শেয়ার করুন