০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:৩৫:০০ অপরাহ্ন
রাজশাহী পুঠিয়ায় ভুয়া এনজিওর প্রতারণা, গ্রাহকদের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৫
রাজশাহী পুঠিয়ায় ভুয়া এনজিওর প্রতারণা, গ্রাহকদের বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া এলাকায় ভুয়া এনজিওর প্রতারণার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৭), পিতা-মো. আকবর আলী, তার বাড়ির দ্বিতীয় তলায় মৌখিকভাবে মাসিক ৭ হাজার টাকা ভাড়ায় ‘সিও এনজিও’ নামের একটি প্রতিষ্ঠানকে অফিস করার অনুমতি দেন। প্রতিষ্ঠানটি সাইনবোর্ড টানিয়ে কার্যক্রম শুরু করে।


স্থানীয়দের অভিযোগ, ২৮ জুন ২০২৫ থেকে এনজিওটির কিছু প্রতিনিধি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে বানেশ্বর এলাকার সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে ৭ হাজার থেকে ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত কিস্তির অগ্রিম আদায় করেন।


কিন্তু ১ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে গ্রাহকরা অফিসে গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। সেখানে কোনো কর্মী ছিল না এবং কেউ ফোনেও সাড়া দেননি।


এতে ক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং বাড়ির মালিক জিয়াউর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”


পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নুর হোসেন নির্ঝর বলেন, “ঘটনাটি আমার জানা ছিল না। ভুক্তভোগীদের কাগজপত্রসহ একটি অভিযোগ দিতে বলেছি, বিষয়টি আমি খতিয়ে দেখবো।”

শেয়ার করুন