১৪ জুলাই ২০২৫, সোমবার, ০১:১৫:১৪ পূর্বাহ্ন
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৪২০
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৪২০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। একই সময়ে বিভাগজুড়ে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


শেয়ার করুন