জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থনে আহত বীরদের সম্মাননা প্রদান এবং মতিহারের জনমানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫জুলাই) সন্ধ্যায় রাজশাহীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী বিভাগ। সেখানে প্রায় ৬০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান।
তিনি তার বক্তব্যে বলেন, "জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার ইতিহাস। আহতদের সম্মান জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা।"
আলোচনা সভায় স্থানীয় জনসাধারণ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মতবিনিময়ে এলাকার সমস্যাবলি ও সমাধানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।