ইউক্রেন ইস্যুতে মিমাংসার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ আগস্ট) দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
চীনা সরকার এক বিবৃতিতে বলছে, পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এ সপ্তাহের শুরুতে মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কো সফর এবং চলমান ‘ইউক্রেন সংকট’ সম্পর্কে অবহিত করেছেন।
পাশাপাশি পুতিন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক’র বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন।
শি জিনপিং জানান, তিনি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ বজায় রাখা, সম্পর্কোন্নয়ন এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়াকে স্বাগত জানান।
চীনের প্রেসিডেন্ট আরও জানান, বেইজিং তার ‘অটল অবস্থান’ বজায় রাখবে এবং শান্তি ও সংলাপকে উৎসাহিত করতে থাকবে।
দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
পৃথক বিবৃতিতে ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিন ও শি জিনপিং স্টিভ উইটকফের সফরের প্রধান ফলাফল নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তথ্য প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে, শি জিনপিং ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।’
রাষ্ট্রপ্রধানরা আরও কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে- পুতিনের আসন্ন চীন সফরের প্রস্তুতি, সফরে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন, জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে স্মারক অনুষ্ঠান।
এর আগে শুক্রবার, পুতিন ইউক্রেন সংকট নিয়ে মধ্য এশিয়ার দুই নেতা — কাজাখস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সঙ্গেও ফোনালাপ করেন।
এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাতের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার (১৫ আগস্ট) ‘‘গ্রেট স্টেট অফ আলাস্কা’’-তে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’