১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ০১:৩২:১৮ পূর্বাহ্ন
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৫
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা

কিশোরগঞ্জের ভৈরবে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। গত সপ্তাহে ভৈরবের পাইকারি পেঁয়াজের আড়তগুলোতে প্রতি কেজি পেয়াজ ৫৫-৬০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এই সপ্তাহে একই পেয়াজ প্রতি কেজি ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আড়ত মালিকদের দাবি, কয়েক দিনের ভেতরে ভারতীয় পেঁয়াজ আমদানির সম্ভাবনা রয়েছে।


তাহলে দ্রুতই বাজারে পেঁয়াজের দাম আগের জায়গায় ফিরে যাবে। 

বুধবার (১৩ আগস্ট) ভৈরব নদীরপাড় পাইকারি পেঁয়াজের আড়তগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা দোকানগুলোতে পেঁয়াজ কিনতে ভিড় করছেন। ক্রেতারা তাদের প্রয়োজনের চেয়ে বাড়তি পেঁয়াজ কিনছেন। বিক্রেতারা বলছেন, আগামীকাল থেকেও নাকি বাড়তে পারে পেঁয়াজের দাম।




 

পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বলেন, ‘প্রতি মাসেই ভৈরব বাজার থেকে পরিবারের মাসিক বাজার করতে আসি। গত মাসে বাজার থেকে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছিলাম ২৭৫ টাকা। কিন্তু এই মাসে বাজার করতে এসে দেখি পাঁচ কেজি পেয়াজ ৩৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও তো পেঁয়াজ কিনতে হয়।


কারণ পেঁয়াজ ছাড়া তো তরকারি রান্না করা সম্ভব নয়।’ 

আরেক ক্রেতা সাব্বির আহমেদ বলেন, ‘এক সপ্তাহ আগে বাজার থেকে ১১০ টাকা দিয়ে দুই কেজি পেঁয়াজ কিনেছি। আজকে বাজারে দুই কেজি পেঁয়াজ ১৫০ টাকা নিয়েছে। এইভাবে যদি হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায় তাহলে তো আমাদের মতো লোকজন সমস্যায় পড়ে যায়।’


ভৈরব বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা ফরহাদ মিয়া বলেন, ‘বাজারে দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।


বাজারে প্রতি ৫ কেজি পেঁয়াজ পাইকারি দরে ৩৭৫ -৩৮০ টাকা বিক্রি করছি।’


 

এ বিষয়ে ভৈরব পেঁয়াজ ব্যবসায়ী মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. শাকিল মুন্সি জানান, ভৈরব পাইকারি আড়তে দেশি পেঁয়াজের দাম গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে। দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় দাম বেড়েছে। তবে খবর পেয়েছি সরকার ভারতীয় পেঁয়াজ আমদানি করবে। সরকার যদি দেশে পেঁয়াজ আমদানি করে তাহলে দ্রুতই বাজারে পেয়াজের দাম আগের জায়গায় চলে আসবে।


শেয়ার করুন