প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথম আধা ঘণ্টাতেই প্রতিপক্ষকে কোণঠাসা করে জালে বল পাঠায় চারবার। দ্বিতীয়ার্ধে এসে জোয়াও নেভেস করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। শেষ দিকে গোল করলেও বড় হার এড়াতে পারেনি তুলুজ।
শনিবার রাতের লিগ আঁয়ের ম্যাচে ৬-৩ গোলে জিতেছে পিএসজি।
বিজয়ীদের হয়ে দুটি গোল করেছেন উসমান দেম্বেলে, একবার জালের দেখা পেয়েছেন তরুণ তারকা ব্র্যাডলি বারকোলা।
ম্যাচের শুরুতেই সেট পিস থেকে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। সপ্তম মিনিটে দেম্বেলের উঁচু করে বাড়ানো বল দারুণ এক বাইসাইকেল কিকে জালে পাঠান নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইজের থ্রু বল ধরে ছয় গজ বক্স থেকে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা।
তৃতীয় গোলটিও আসে সেট পিস থেকে। কর্নার থেকে ভেসে আসা বল আবারও বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নেভেস।
২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় পিএসজি। তরুণ দিজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে স্পট কিক থেকে গোল করে শিরোপাধারীদের পুরো নিয়ন্ত্রণ এনে দেন দেম্বেলে।
বিরতিতে যাওয়ার আগে অবশ্য ব্যবধান কমায় তুলুজ। ৩৭তম মিনিটে চার্লি ক্রেসওয়েলের গোলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পেনাল্টি পায় পিএসজি। ৫১তম মিনিটে স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন দেম্বেলে।
এরপর ৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন নেভেস।
এতে স্কোরলাইন দাঁড়ায় ৬-১ এ!
শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোলে হারের ব্যবধান কিছুটা কমালেও ফল পাল্টাতে পারেনি তুলুজ।
এই জয়ে ৩ ম্যাচ পর ৯ পয়েন্ট নিয়ে লিগ আঁ টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, আসরে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।