১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৩:৫৯ পূর্বাহ্ন
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ধ্বংস করলো পোল্যান্ড
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৫
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ধ্বংস করলো পোল্যান্ড

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পোল্যান্ড প্রথমবারের মতো সামরিকভাবে সক্রিয় হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ওয়ারশ একটি রুশ ড্রোন সদৃশ বস্তু ধ্বংস করার দাবি করেছে। খবর রয়টার্সের।


পোল্যান্ডের সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের নিজস্ব এবং ন্যাটো (পশ্চিমাদের সামরিক জোট) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ড্রোন সদৃশ বস্তুটি চিহ্নিত ও ধ্বংস করার অভিযান চলছে। ভূপাতিত বস্তুটি খুঁজতে সেনা সদস্যরা মাঠে কাজ করছেন। পোডলাস্কি, মাযোউইকি এবং লাবলিন অঞ্চল হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে পোলিশ সেনাবাহিনী স্থানীয় জনগণকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, 'সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ঘটনার তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তুতি আছে।'


পোলিশ প্রতিরক্ষামন্ত্রী লাডিসল কোজিনিয়াক-কামিসয জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে পোলিশ বিমান অস্ত্র ব্যবহার করেছে এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এই ঘটনার পর পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত চোপিন এয়ারপোর্টসহ দেশের চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও পোল্যান্ডের কোনো কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেননি।


এই বিষয়ে মন্তব্যের অনুরোধে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, ন্যাটো সদস্যদেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া প্রমাণ করেছে যে পুতিন পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোকে রক্ষার মার্কিন প্রতিশ্রুতি যাচাই করছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এই ঘটনাকে 'যুদ্ধের ঘোষণা' বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, পোল্যান্ডে রুশ ড্রোন হামলা মূলত ন্যাটোর মিত্রের ওপর আক্রমণ। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যা রুশ যুদ্ধযন্ত্রকে দেউলিয়া করবে।


২০২২ সালে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়ে দুজন নিহত হওয়ার পর থেকে দেশটি আকাশসীমায় প্রবেশকারী বস্তুগুলোর বিষয়ে উচ্চ সতর্কতায় রয়েছে। তবে এর আগে পোলিশ বা মিত্র বাহিনীর বিরুদ্ধে ড্রোন ভূপাতিত করার কোনো তথ্য পাওয়া যায়নি।


এদিকে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া 'জাপাদ' ঘিরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। একই কারণে লিথুয়ানিয়া জানিয়েছে যে, তারা বেলারুশ ও রাশিয়ার সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে।


শেয়ার করুন