সারা দেশে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণহত্যার ঘটনায় রাজশাহীতে নতুন করে মামলা হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির বোয়ালিয়া থানায় মামলাটি করেন ৫ আগস্ট হামলায় আহত জুলাই আন্দোলনের কর্মী কৌশিক ইসলাম অপূর্ব।
মামলায় রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি, রাজশাহী ১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান দীপন, শুটার জহিরুল হক রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১৩৫ জনকে নামীয় আসামি এবং ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কেউ চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত, আবার কেউ নিজস্ব প্রতিষ্ঠানের কর্ণধার।
অনেকে বর্তমানে পলাতক থাকলেও কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছেন।
মামলার বাদী বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে কষ্টে ছিলাম। আমার এখনো চিকিৎসা চলছে। তাই তখন মামলা করার মতো অবস্থায় ছিলাম না।
পরে শারীরিকভাবে কিছুটা স্বাভাবিক এবং প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হলে আমি মামলা করার সিদ্ধান্ত নিই।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলাটি শক্তপোক্ত প্রমাণের ভিত্তিতে সময় নিয়ে করা হয়েছে। কিছু আসামি কারাগারে রয়েছেন, কিছু পলাতক। বাকি যাদের নাম আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।