০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৫৪:২৩ অপরাহ্ন
বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পিকে দল থেকে বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৫
বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পিকে দল থেকে বরখাস্ত

বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি) ফয়সল চৌধুরীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।


বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ফয়সল চৌধুরী ২০২১ সাল থেকে লোথিয়ানস অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। তিনি এডিনবার্গ ও লোথিয়ানস রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং বহুসাংস্কৃতিক উৎসব ‘এডিনবার্গ মেলা’র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।


লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব অভিযোগ গুরুত্ব সহকারে নেই। নিয়ম ও পদ্ধতি অনুযায়ী তদন্ত হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’


এদিকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) এমপি কিরস্টি ব্ল্যাকম্যান লেবার নেতা আনাস সারওয়ারের কাছে প্রশ্ন তুলেছেন—কেন লেবারের আরেকজন এমএসপিকে সাময়িক বহিষ্কার করতে হলো, সেটি স্পষ্ট করতে হবে।


স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেছেন, লেবার পার্টির সম্মেলনের প্রাক্কালে এ সিদ্ধান্ত তাদের ভেতরের বিশৃঙ্খলার প্রমাণ। তিনি বলেন, ‘যা ঘটেছে সে বিষয়ে লেবারদের যতটা সম্ভব স্বচ্ছ হওয়া উচিত।’


পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের বক্তব্যের জবাবে বলেন, এসএনপির ভাষা গভীরভাবে উদ্বেগজনক। লিভারপুলে দলের সম্মেলন থেকে তিনি জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা মনে করেছে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে। তদন্ত চলাকালীন চৌধুরী বহিষ্কার থাকবেন।


শেয়ার করুন