২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৩:০৫ অপরাহ্ন
‘খান’বিহীন ২০২৪-এর বলিউড, দক্ষিণী সিনেমার মহারণ
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
‘খান’বিহীন ২০২৪-এর বলিউড, দক্ষিণী সিনেমার মহারণ

চলতি বছর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুপস্থিত ছিলেন প্রভাবশালী তিন খান (শাহরুখ, সালমান ও আমির)। এ বছর ছিল না তাদের কোনো সিনেমা। শাহরুখ খান গত বছর অর্থাৎ ২০২৩ মাতিয়েছিলেন তার দুর্দান্ত সব সিনেমা দিয়ে। সে বছর দাপুটে ছিলেন সালমান খানও। 


বলা চলে, খানদের সিনেমা দিয়েই পুরো বছর আনন্দে কাটিয়েছিলেন ভারতীয় দর্শকরা। ‘জাওয়ান’, ‘পাঠান’, ‘ডাঙ্কি’ বছরের পুরোটাই যেন নিজের দখলে রেখেছিলেন শাহরুখ। টাইগার সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার-থ্রি’ নিয়ে আলোচনায় ছিলেন সালমানও। 


তবে শাহরুখের মতো ততটা বাজিমাৎ করতে পারেননি। আমির খান অবশ্য গত বছরও পর্দায় অনুপস্থিত ছিলেন। এ বছরও তিনি নেই। এবার তার সঙ্গে যোগ দিলেন বাকি দুই খানও। চলতি বছর খানেরা কেউ নেই। মানে, তাদের কোনো সিনেমা মুক্তি পায়নি। তাতে কী! দক্ষিণী তারকারা মাতিয়ে দিয়েছেন। তাদের দাপটের কাছে হার মেনেছে বলিউড। বিশেষ করে প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউড সুপারস্টারদের বেশ টেনশনে রেখেছিলেন। শুধু তাই নয়, বলিউডের বছর সেরা সিনেমার সঙ্গে তারা তাল মিলিয়েছেন সমানে সমানে। ব্যবসায়িক দিক থেকে বলিউডের চেয়েও এগিয়ে ছিলেন।


এ বছর ভারতীয় সেরা দশ সিনেমার তালিকায় ঠাঁই নিয়েছে হিন্দি পাঁচ ও দক্ষিণের পাঁচ সিনেমা। বলিউড-দক্ষিণের মহারণ ছিল চোখে পড়ার মতো। তবু সবার ওপরে আছে দক্ষিণই। কারণ, সর্বাধিক ব্যবসা-সফল সিনেমাটি তাদের দখলেই। বছরের সেরা তারকা আল্লু অর্জুন। ২০২৪-এর শেষ দিকে মুক্তি পেয়ে তার অভিনীত ‘পুস্পা : দ্য রুল’ কাঁপিয়েছে বক্সঅফিস। এ বছরের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা এটি। সুকুমার পরিচালিত ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা শেষ খবর পাওয়া পর্যন্ত আয় করেছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি। অ্যাকশন ড্রামা ‘পুস্পা : দ্য রুল’ সিনেমায় অভিনয়ের সুবাদে এ বছর আল্লুর সঙ্গিনী-অভিনেত্রী রাশ্মিকা মান্দানাও ছিলেন আলোচনায়। গেল বছর সর্বাধিক আয় করেছিল শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’, প্রায় এক হাজার ২০০ কোটি রুপি।


তালিকার দুই নম্বরে থাকা ‘কালকি : ২৮৯৮ এডি’ও দক্ষিণের। নাগ অশ্বিন পরিচালিত এপিক সাইন্স ফিকশন এ সিনেমা আয় করেছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় দক্ষিণের সুপারস্টার প্রভাস ও কমল হাসানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বলিউডের অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।


২০০০ সালে ‘বাঘী থ্রি’ দিয়ে আলোচনায় এসেছিলেন বলিউডের শ্রদ্ধা কাপুর। এরপর দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার আবার পাদপ্রদীপের আলোয় এলেন তিনি কমেডি সিনেমা ‘স্ত্রী-টু’-এর মাধ্যমে। অমর কৌশিক পরিচালিত হিন্দি এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে তালিকার তিন নম্বরে। তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ৪৫০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে চতুর্থ স্থানে। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমাটি দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা। এরপর তিনি আর কোনো সিনেমায় অভিনয় না করার ঘোষণা দিয়েছেন।


শেয়ার করুন