০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:১৯:১০ পূর্বাহ্ন
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৫
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার। বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি প্রথমে শহরের শ্রী শ্রী জয় কালি মাতার মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শহরের আরো কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।


পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, পূজা পরিষদের নেতা শ্যাম সুন্দর আগরওয়ালসহ বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা।


মন্দির পরিদর্শনের সময় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।


শেয়ার করুন