রাজশাহীর পবা উপজেলার ধান খেত থেকে মাঝবয়সি এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ পাওয়া গেছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় একটি খেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পবা থানার ওসি মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ধান খেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
মেয়েটির পরিচয় শনাক্তসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

