২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০১:৫৩:০৬ পূর্বাহ্ন
৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২৫
৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৯ ঘণ্টা পর সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের একটি বগি সিলেটের দক্ষিণ সুরমায় লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে উদ্ধার তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ।


রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।


উদ্ধার কাজে অংশ নেওয়া সিলেট রেলওয়ে স্টেশনের প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শনিবার রাতে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এতে বগি ছিল ১৪টি। ট্রেনটি সিলেটের দক্ষিণ সুরমায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।


তিনি আরও বলেন, খবর পেয়ে মোগলাবাজার স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি সিলেট স্টেশনের প্রকৌশলীরা ও অন্যান্য উদ্ধারকারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রায় ৯ ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলওয়ের কর্মীরা। উদ্ধার কাজে ৫০/৬০ জনের একটি দল অংশ নেয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 


শেয়ার করুন