 
                         
                    
                                            
                        
                             
                        
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভায় চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলম। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মিলনায়তের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় বলে জানা গেছে।
পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।

