০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৩:৩৯:১৬ অপরাহ্ন
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীকে শ্রেষ্ঠ কর্মদক্ষতার স্বীকৃতি দিলো আরএমপি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৫
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীকে শ্রেষ্ঠ কর্মদক্ষতার স্বীকৃতি দিলো আরএমপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।


বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মাছুমা মুস্তারীসহ অন্যান্য শ্রেষ্ঠ কর্মদক্ষ পুলিশ কর্মকর্তাদের ভূষিত করে পুলিশ কমিশনার তাদের অব্যাহত নিষ্ঠা ও কাজের প্রতি ধন্যবাদ জানান।


মাছুমা মুস্তারী তার দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতা নিয়ে শাহমখদুম থানার অপরাধ দমন ও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে থানাটি আইন শৃঙ্খলা রক্ষায় স্বচ্ছ এবং কার্যকর ভূমিকা পালন করছে।


পুলিশ কমিশনার ভবিষ্যতেও এ ধরনের কর্মদক্ষতা অব্যাহত রাখার আহ্বান ।


অপরদিকে, পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন