০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:০৯:৫৩ পূর্বাহ্ন
রাজশাহীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবি
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
রাজশাহীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবি

রাজশাহী মহানগরীর বিহারী কলোনীতে স্বামী, ননদ, শ্বশুর ও কাজের মেয়ের নির্যাতনে গৃহবধূ সাদিয়া হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর সোনাদিঘীর মোড়ে মানববন্ধনটি হয়। এতে পরিবার ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেন, সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও প্রশাসনের কোন ভূমিকা দেখছিনা। আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ সময় মৃত সাদিয়ার বাবা বলেন, আমার মেয়েকে তার শ^শুর বাড়ির সবাই মিলে হত্যা করেছে। ওরা থানায় টাকা দিয়ে ওসিকে কিনে নিয়েছে। এখন পর্যন্ত থানায় আমাদের কোন মামলা নেয়নি। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ইমরানের জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা বিষয়টা নিয়ে তদন্ত করেছি। মৃত সাদিয়ার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি । তার ব্যাক্তিগত ফোনে একটি ভিডিও পাওয়া গেছে । সে ভিডিওতে সাদিয়া বলেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। এর পরেও বিষয়টি আমরা ভালো মতো তদন্ত করে আইনের প্রক্রিয়ায় এগিয়ে যাব।

শেয়ার করুন