২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:১৩:৪৫ পূর্বাহ্ন
রাজশাহীতে প্রজন্ম ৯২ এ্রর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
রাজশাহীতে প্রজন্ম ৯২ এ্রর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভমেন্ট ল্যাবরেটরি এসএসসি ১৯৯২ সালের ব্যাচের বন্ধুদের সংগঠন প্রজন্ম-৯২-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত (২সেপ্টেম্বর )শুক্রবার বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয় ।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,প্রফেসর ড.মো.জালাল উদ্দিন সরদার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসিএইচ এর পরিচালক মো.শফিকিুল ইসলাম এবং প্রজন্ম ৯২ এর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেরবাড়িয়া ক্যাম্পাসের প্রধান মো. হেমায়েতুল ইসলাম আরিফ ।

আরো উপস্থিত ছিলেন ,প্রফসের ড. মো. আতিকুল  ইসলাম শুভ ,মো.এনামুলহক চৌধুরী,শিশির,রনি ,বাবুল, বাবলু , সংগীতসহ অন্যান্যরা

এই কর্মসূচিতে মোট ১৫ প্রজাতির ফরোজ গাছের চারা রপণ করা হয়েছে । এর মধ্যে রয়েছে বেল , আমড়া, কামারাঙ্গা, লেবু ,মাল্টা,জাম ,কটবেল, নিম প্রভৃতি ।

শেয়ার করুন