০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:২২:৪১ পূর্বাহ্ন
যুব এশিয়ান কাপে দ্বিতীয় পদক বাংলাদেশের
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৫
যুব এশিয়ান কাপে দ্বিতীয় পদক বাংলাদেশের

দুই দিন আগেই যুব এশিয়ান গেমসে প্রথম পদক এনে দিয়েছেন নারী কাবাডি দল। এবার মেয়েদেরই পথ অনুসরণ করেছেন ছেলেরাও। 


বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ছেলে কাবাডি দলও। আজ স্বাগতিক বাহরাইনকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে পদক জিতেছে বাংলাদেশ।


জয়টিও এসেছে পরাক্রশালী ব্যবধানে। ঈসা স্পোর্টস সিটিতে বাহরাইনকে ১০৬-১৭ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

আগের দুই যুব আসরে পদক না পাওয়া বাংলাদেশ এবার ইতিমধ্যে দুইটি পদক পেয়েছে। ছেলেদের কাবাডিতে ৭ দল অংশ নিয়েছিল।


তৃতীয় হয়ে আসর শেষ করার শুরুটা সহজ ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৩-১৯ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ফিরতি দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ৫৫-৪৮ ব্যবধানে ইরানকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩-৪০ ব্যবধান জয় পায় বাংলাদেশ।

টানা দুই জয়ের পর মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে ৮৯-৪২ ব্যবধানে হেরে। শেষ দুই ম্যাচ জিতে ফাইনালে উঠতে না পারলও পদক ঠিকই নিশ্চিত করে বাংলাদেশ। আজ বাহরাইনের বিপক্ষে জয়ের আগে পাকিস্তানকে ৫৬-২৯ ব্যবধানে হারায় বাংলাদেশ।


শেয়ার করুন